“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন শেষে উপজেলা হল রুমে এক প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নুরুদ্দিন রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী উগ্রবাদী অপশক্তির সংস্কৃতি বিরোধী ও রাষ্ট্রবিরোধী এহেন কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি যেকোন অবমাননাকর কর্মকাণ্ড প্রতিহত আহবান জানানো হয়। একই সঙ্গে ভাস্কর্য শিল্প ও সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানকারী মৌলবাদীদের আস্ফালন বন্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।