সীতাকুন্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণ, বিদেশী শ্রমিকসহ দগ্ধ ৭

সীতাকুন্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণ, বিদেশী শ্রমিকসহ দগ্ধ ৭
সীতাকুন্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্পোরণ, বিদেশী শ্রমিকসহ দগ্ধ ৭

সীতাকুণ্ড প্রতিনিধি।। 

সীতাকুণ্ডের ছোট কুমিরার জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় গলানো উত্তাপ্ত লোহার সিলকা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় এ ঘটনা ঘটে। 

দগ্ধ শ্রমিকরা হলো কে ওয়াল সিং (৪৬), নুরুজ্জামান (৪০), টিপু সুলতান(৩৩), শাহিন আলম(২৮), আমির হোসেন(২৭), রাবিন্দ্র(২৫), শহিদুল ইসলাম(২৭)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের একটি ইস্পাত কারখানায় লোহা গলানোর সময় গ্যাসের আগুনের শিখা ছিটকে পড়ে সাত ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালে আনার পর ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। টিপু সুলতানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, অগ্নিদগ্ধ ছয় ব্যক্তির শরীরের ৪ থেকে ১১ শতাংশ, মুখ, হাত ও শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের নিভিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, চমেক হাসপাতাল থেকে শুনেছি জিপিএইচ কারখানায় কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে।