হাস্যোজ্জ্বল নকল খালেদা জিয়া লন্ডনে বিএনপির প্রতিবাদী অবস্থানে , যুক্তরাজ্যে সমালোচনার ঝড়

হাস্যোজ্জ্বল নকল খালেদা জিয়া লন্ডনে বিএনপির প্রতিবাদী অবস্থানে , যুক্তরাজ্যে সমালোচনার ঝড়

লন্ডন প্রতিনিধি ।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ ফ্রেব্রুয়ারী , মঙ্গলবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় হঠাৎ করে সাদা শাড়ি পরিহিত খালেদার (নকল) উপস্থিতি ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। প্রতিবাদ সভায় শাড়ি ও মেকাপে খালেদা জিয়া সেজেছেন যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুরিয়া।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিকে জোরালো করার জন্য এই প্রতীকি সাজ নেয়া হলেও খোদ উপস্থিত নেতাকর্মির তোপের মুখে পড়েন লাকুরিয়া। সাদা শাড়ি ও মেকাপে কারাবন্দি বেগম খালেদা জিয়ার লাস্যে চেহারা ফুটিয়ে তোলায় নেতাকর্মিদের সমালোচনার মুখে পড়েন যুক্তরাজ্য বিএনপির এ নেত্রী। জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক বলেন, ” বিষয়টি আসলে দলের কর্মসূচীর অংশ ছিল না। ব্যাক্তিগতভাবে কেউ এভাবে কারাবন্দি খালেদা জিয়ার সাজ নিয়েছে। ”

স্থানীয় বিএনপি নেতাকর্মিরা দূর্দশাগ্রস্থ খালেদা জিয়াকে এমনভাবে হাস্যোজ্জ্বল চেহারায় প্রতীকি উপস্থাপনের সমালোচনায় মুখর সামাজিক গণমাধ্যমে। ফেসবুক কমেন্টে কেউ কেউ খালেদা জিয়ার সাজে অংশ নেয়া ডালিয়া লাকুরিয়ার ব্যাক্তি চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ বলছেন কারাবন্দি খালেদা জিয়া বেশ সুখে রয়েছে এটা ফুটিয়ে তুলেছে ডালিয়া।

এদিকে, যুবদলের কর্মসূচীতে প্রতীকি বেগম জিয়া সাজার বিষয়টাকে ভালোভাবে নেননি খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সুত্র জানায়, এই বিষয়ে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনকে কড়াভাষায় গালমন্দ করেছে তারেক। একইসাথে এ প্রতিবাদ অবস্থানে অংশ নেয়া যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক পারভেজ মল্লিককেও শাসিয়েছেন তারেক৷