ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সীতাকুণ্ডে দুর্ঘটনায় আটকে পড়া চালক উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সীতাকুণ্ডে দুর্ঘটনায় আটকে পড়া চালক উদ্ধার
ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সীতাকুণ্ডে দুর্ঘটনায় আটকে পড়া চালক উদ্ধার

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে দুর্ঘটনায় গাড়িতে আাটকে থাকা এক চালককে উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ডস্থ এস কে এম জুটমিল এলাকায় চট্টগ্রাম মুখী একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে পেছনে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যান চালক মো. রাকিবুল হাসানের শরীরের কোমর থেকে নীচের অংশ আটকে যায় গাড়ীর মধ্যে। অনেকক্ষণ আটকে থাকার পরও কোন উদ্ধার কার্যক্রম না থাকায় প্রায় বন্ধ হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল।

এই সময় একই পথে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। তিনি ঘটনাটি দেখতে পেয়ে নিজ গাড়ি থেকে নেমে দ্রুত স্থানীয়দের নিয়ে কাভার্ডভ্যানে আটকে থাকা চালককে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে খবর দেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকেও। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককেও উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। একই সময় উদ্ধার কার্যক্রম এগিয়ে আসেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।

স্থানীয় বাসিন্দা আজগর আলী বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ পর একই সড়কে যাচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ডভ্যানে আটকে থাকা চালককে উদ্ধার করেন।

ট্রাক চালক আবদুর রহিম বলেন, আমি দীর্ঘক্ষণ আটকে ছিলাম।  তাদের এই মহৎ ও মানবিক কার্যক্রমটি খুবই প্রসংশাজনক। আমি কৃতজ্ঞ ।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনা বিষয়টি দেখে গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আটকে পড়া চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।   

খালেদ / পোস্টকার্ড;