সীতাকুণ্ডে ওএমএসের চাল কিনতে গিয়ে নারীর মৃত্যু

সীতাকুণ্ডে ওএমএসের চাল কিনতে গিয়ে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ওএমএসের চাল কিনতে গিয়ে নারীর মৃত্যু

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে ওএমএসের চাউল কিনতে গিয়ে লাইনের মধ্যে হুড়াহুড়িতে অসুস্থ হয়ে প্রাণ হারালেন শিখা মালাকার (৫০) নামের এক নারী। 

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মহাদেবপুরের ভোলাগিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

ডিলার গোলাম রব্বানী জানান, ‘আমাদের ওএমএসের খোলা বাজারে চাল দেয়ার কথা সকাল ৯টা থেকে কিন্তু নারীরা ভোর থেকে লাইন ধরে থাকেন। লাইনে থাকায় ধাক্কার মধ্যে পড়ে শিখা মালাকার অসুস্থ হয়ে পড়েন। এ এসময় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘শিখা মালাকার অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে তাকে আমরা মৃত অবস্থায় পাই।’

নিহত শিখা মালাকারের বাড়ি নোয়াখালী। তিনি ঐ এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তার স্বামীর নাম তপন মালাকার।

খালেদ /পোস্টকার্ড